শেরপুরে নতুনরূপে চালু হলো ডিসি লেকের সেলফি ব্রিজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২ শেরপুরের ডিসি উদ্যান চত্বরের পাশে ডিসি লেকের উপর জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে নবরূপে নির্মিত ব্রিজ দর্শনার্থীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে ওই জায়গায় একটি দৃষ্টিনন্দন বাঁশের সাঁকো ছিলো, যা সেলফি ব্রিজ নামে পরিচিতি পেয়েছিলো। ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ওই ব্রিজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। উদ্বোধনকালে জেলা লেডিস ক্লাবের সভাপতি ও ডিসি পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ডি.এম. সাদিক আল শাফিন, সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, রুয়েল সাংমা, মো. মাসুদ রানা, তামারা তাসবিহা, মো. আসিফ রহমান, মো. সানাউল মোর্শেদ, সালাউদ্দিন বিশ্বাস, এস. এম. আল-আমীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, শেরপুরের প্রাক্তন জেলা প্রশাসক আনার কলি মাহবুবের পরিকল্পনায় ডিসি লেকের উপর সৌন্দর্য বর্ধন ব্রিজটি শেরপুর জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়। বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্তবরণ উপলক্ষে ১ ফাল্গুন সোমবার বিকেলে ব্রিজটির উদ্বোধন করা হয়। Related posts:শিক্ষার্থী রুকুনুজ্জামান অপহরণ ॥ অতঃপর ঝিনাইগাতীতে উদ্ধার ॥ গ্রেফতার ১শেরপুরে বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ সিএনজির ৬ আরোহী নিহতশেরপুরে ১৩৩ বোতল ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ২৫৮ SHARES শেরপুর বিষয়: