টাকা নিয়ে গান গাইতে যেতেন না নোবেল: ডিএমপি কমিশনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন গায়ক মাইনুল আহসান নোবেল। টাকা নিয়ে তিনি গান গাইতে যেতেন না। এমন এক অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ মে শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে সাংবাদিকদের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা বলেন। তিনি বলেন, নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যান নাই। যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ। রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ডিএমপি মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২’ এ ৯৩৩ জন পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। Related posts:হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরুইসি গঠনে বিল পাস সংসদেবঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ নারী Post Views: ২৬৯ SHARES জাতীয় বিষয়: