জামালপুরে বৃদ্ধের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩ জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামে ইব্রাহিম হোসেন (৮৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ জুলাই রবিবার বেলা ১১টায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার মৃত ময়েজ উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানান, রোববার সকালে বসতঘরে বৃদ্ধ ইব্রাহিমকে গলায় দড়ি বাধা ও মাটিতে বাঁকানো পা ছুঁয়া অবস্থায় বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি জামালপুর সদর থানায় খবর দেয়া হয়। নিহত ইব্রাহিম দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর বিষয়টি জানা যাবে। Related posts:বকশীগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিতজামালপুরে ভূমিদস্যু চক্রের ৩ সন্ত্রাসী গ্রেফতারমেলান্দহে সৌদি ফেরত যুবকের আত্মহত্যা Post Views: ১২৫ SHARES জামালপুর বিষয়: