শ্যামলীনিউজ২৪ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক-প্রকাশকের শুভেচ্ছা বার্তা

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

শেরপুরের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল “শ্যামলীনিউজ২৪ডটকমের ” ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠক, লেখক, শুভানুধ্যায়ীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নিউজপোর্টালটির সম্পাদক-প্রকাশক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। তিনি ১ সেপ্টেম্বর এক বার্তায় এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় পাঠক, আলহামদুল্লিাহ শেরপুরের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল “শ্যামলীনিউজ২৪ডটকমের ” ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৪ বছর পেরিয়ে ৫ম বছরে পদার্পণ করেছে শ্যামলীনিউজ২৪ডটকম।
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অনলাইন পত্রিকাটির পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, পত্রিকাটির সঙ্গে যুক্ত সকল সাংবাদিকদেরসহ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিষ্ঠার পর থেকে নিউজপোর্টালটি বস্তুনিষ্ঠ ইতিবাচক খবর প্রকাশ করেছে। পাঠকপ্রিয় এ অনলাইন নিউজপোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, সামনের দিনগুলোতে বস্তুনিষ্ঠ ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিবে চাই বিশ্বব্যাপী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবীজুড়ে। আশা করি নিউজপোর্টালটির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে জ্বলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে- ইনশাআল্লাহ্।