শুভ জন্মদিন প্রিয় নির্বাহী সম্পাদক

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

একজন স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা করেন। প্রচণ্ড আশাবাদী একজন মানুষ। লেখালেখি ও সাংবাদিকতা তাঁর নেশা হলেও তিনি একজন উদ্যেক্তা। তাঁর জীবন-অভিধানে হতাশা শব্দটি নেই। এই দিনেই তিনি এসেছিলেন তাঁর ও তাঁর পারিপার্শ্বিকতাকে আলোকিত করতে। আলোকিত করেছেন, করছেন এবং করবেন। আজ ১লা মার্চ মোঃ উমর ফারুক এর ৪২তম শুভ জন্মদিন। এ দিনে আমাদের প্রিয় অগ্রণী ও আইকনের প্রতি প্রিয় সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা শুভ কামনা।

মোঃ উমর ফারুক, বর্তমানে তিনি শেরপুরের অন্যতম সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক এবং শেরপুরের সুনামধন্য চাউল প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্যামলী গ্রুপের পরিচালক (সার্বিক) এর গুরু দায়িত্ব পালন করছেন। সাদা মনের সদা হাস্যেজ্বল এ মানুষটির জন্মদিন ১লা মার্চ। তিনি ১৯৮১ সালে শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
মোঃ উমর ফারুক, ১৯৯৫ সালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে এসএসসি, ১৯৯৭ সালে নাসিরাবাদ কলেজ এবং ২০০০ সালে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে বি.কম পাশ করেন। লেখালেখির প্রতি আগ্রহের কারণে লেখালেখি ও সম্পাদনায় ফিরে আসেন তিনি। তিনি প্রতিনিয়ত মানবিক ও সৃজনশীল কাজ করে চলেছেন হাসি মুখে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছেন।
তাঁর জন্য মহান সৃষ্টি কর্তার কাছে সকলে দোয়া করবেন। তিনি যেন সকল শুভ কাজ ভালো ভাবে এগিয়ে নিতে পারেন।
শুভ জন্মদিন প্রিয়। আজকের এই দিনের সব ফুল আপনার জন্য, সব আনন্দ-সব হাসি আপনার। আর আমাদের পক্ষ থেকে সব ভালোবাসা আর শ্রদ্ধা-মেশানো শুভকামনা আপনার জন্য। আমাদের দেওয়া আপনার ভালোবাসার প্রতি সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকম পরিবার কৃতজ্ঞ। সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন আর আমাদের পাশে থাকুন।