আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর কবিতা “ভালো কবি ফেসবুকে” অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মে ২০, ২০২৪ ভার্চুয়াল এই মহাবিশ্বে ভালো কবিও আছে খুবই তাঁরা নিবেদিত লেখালেখির কাজে যখন তাঁরা লেখেন লেখা কন্টেনটা বোঝেন ফেসবুকে তো ভালো লেখা সারাক্ষণ খুঁজেন। ব্রতরায় ছড়া লেখেন মোস্তাফিজুল তাই জাহান ভাইয়ের ছড়ার কিন্তু তুলনাটা নাই আরও অনেক ছড়াকারের বলতে পারি নাম তাঁদের ছড়ার ত্রুটিটা নাই ছড়ার অনেক দাম। ছড়া এবং কবিতায় রে অনেক আছে ফারাক এই কথা যে না বুঝে সে কাঠগড়ায় দাঁড়াক বিচার পতি বিচার করবে শুদ্ধ কবি কে কে নির্ভুল ছন্দ রসও পাবো তাঁদের কাব্য থেকে।। দুলাল ভাইয়ের কবিতাতে অনেক মজা পাই তাঁর কবিতা উত্তরাধুনিক তুলনা যার নাই কানাডাতে থাকেন তবু দেশকে ভুলেন নাই বড় একটা স্বীকারোক্তি ভাই তাঁর জন্য চাই। তালাত মাহমুদ আরিফ হাসান লেখেন কবিতা উটকো অনেক কবি আছেন কবি তারা না রোমান জাহান রফিক আধার লেখেন তাঁরা ভালো আশরাফ চারু সাঈদ কামাল জ্বেলে রাখেন আলো। অনের নাম বলতে পারি বলতে আমি চাই না কিছু কবি চিনি আমি তাঁরা মনের আয়না। লেখক : বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি Related posts:শেরপুরে একুশে বই মেলায় স্থানীয় কবি-লেখকদের যতো বইকোমলপানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে ধর্ষণমইনুল হোসেন প্লাবন‘র পদ্য অদ্ভুত মনুষ্যত্ব Post Views: ১৬২ SHARES সাহিত্য বিষয়: