আল আমিন রাজু‘র “ভুলেই তো যাচ্ছি তোকে” অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯ ভুলেই তো যাচ্ছি তোকে তবে কেন? পিছু ডাকিস, আনমনে হাই হ্যালো বলে আমায় কেন বাঁধিস। জানি এটা তোর মনের চাওয়া নয় শুধুই টাইমপাস মিছে মায়ায় জড়িয়ে কেন? আমায় শুধু কাঁদাস। দ্বিধা দ্বন্দ্বে আছিস তুই কোথায় ফেলবি মায়ার জাল, কোন হাতটি ছেড়ে দিয়ে কোথায় দিবি মোক্ষম চাল। বুকে জমানো কথাগুলো আর গুছিয়ে হল নাকো বলা, কাব্য হয়েই রইলো সেসব পুনঃজন্মের জন্য তুলা। দুই তরীতে পা দিয়ে তুই করেছিস চরম ভুল, চোখের জলে দিতে হবে সেই ভুলেরই মাশুল। দোহাই তোরে এমন করে কষ্ট দিসনা কাউকে, রাগ নয় প্রিয় তবু শুভেচ্ছা জানাই তোকে?? Related posts:কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেইএবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের দুই কাব্যগ্রন্থমইনুল হোসেন প্লাবন‘র পদ্য অদ্ভুত মনুষ্যত্ব Post Views: ৩২১ SHARES সাহিত্য বিষয়: