সম্মাননা পেলেন কবি রবিউল আলম (টুকু) অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘লেখা হোক আগামী প্রজন্মের’ এ স্লোগানকে ধারণ করে ‘বাংলাদেশ কবি-লেখক ফোরাম’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রজন্ম ফাউন্ডেশনের সৌজন্যে দেশের কৃতি কবি-লেখকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ৯ নভেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ওই সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক রেজাউদ্দৌলা স্ট্যালিন। অনুষ্ঠানের শোভা-বর্ধন করেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত কবি পত্রলেখা ঘোষসহ বাংলাদেশের বরেণ্য কবিগণ। সব্যসাচী লেখক সৈয়দ মাজহারুল পারভেজের সভাপতিত্বে ওই সম্মননা প্রদান অনুষ্ঠানে ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি-সাহিত্যিক, গীতিকার মাইদুল ইসলাম মুক্তা আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন এবং সার্বিক দিক নির্দেশনা দিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সুন্দর করে তুলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মনোনীত কৃতি কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে একজন করে কবি-লেখককে ‘কৃতি কবি-লেখক সম্মাননা’ প্রদান করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় জামালপুর জেলা থেকে মনোনীত হন বাংলাদেশ কবি-লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট কবি ও শিক্ষক মোহাম্মদ রবিউল আলম টুকু। রবিউল আলম টুকু শেরপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ পাবলিক স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক এবং কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক। Related posts:আল আমিন রাজু‘র “ভুলেই তো যাচ্ছি তোকে”কোমলপানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে ধর্ষণএবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের দুই কাব্যগ্রন্থ Post Views: ২৯৫ SHARES সাহিত্য বিষয়: