মইনুল হোসেন প্লাবন‘র পদ্য অদ্ভুত মনুষ্যত্ব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ অদ্ভুত মনুষ্যত্ব মইনুল হোসেন প্লাবন মানুষের রূপে মানুষ রয়েছে ভাই চরিত্রটা হয়েছে জঘন্য-পশুত্বের, আজব! মৃত্যুপুরে আজ বিবেক ঘুমিয়েছে মরণ হয়েছে মাসুম মনুষ্যত্বের। মিত্র-প্রিয় এখন তারা ভাই গাহে যারা সাম্যের জয়গান, আজব! বাহবা পায় ওই মিথ্যুকেরা সত্যকে দেয় সীমারের মতো বলিদান!! মানুষ যেন আজ রক্ত খেকো হিংস্র চিতা ও নেকড়েঁ,(নেকড়ে) আজব! স্বার্থ আর অর্থের মোহে এই দুনিয়াটাই দিচ্ছে উল্টিয়ে!! সততাকে আজ পণ্য ভেবে ভাই টাকা-পয়সায় করছে ক্রয়, আজব! অজ্ঞরা বসে আজ সিংহাসনে পচন ধরিয়েছে নির্মল মানবতায়!! অসভ্যতার বিচরণ ও আগমনে বিদায় নিয়েছে সম্মান-স্নেহ-শিষ্টাচার, আজব! সকলের ঘরেই বসে আছে ভাই আজ বেয়াদবের হাট বাজার!! Related posts:কোমলপানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে ধর্ষণএবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের দুই কাব্যগ্রন্থআল আমিন রাজু’র ফেসবুকে প্রেম Post Views: ৩২১ SHARES সাহিত্য বিষয়: