সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪ সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়েকে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপু কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করি। আহত অন্য তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যুর খবর পেয়েছি। Related posts:ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুশেরপুরে ভোগাই নদীর নিষিদ্ধ সীমানা থেকে বালু উত্তোলন করায় ৩০ ড্রেজার মেশিন ধ্বংসবাবার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু Post Views: ১১১ SHARES সারা বাংলা বিষয়: