কানপুরে তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ভারত-বাংলাদেশের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন থেকেই বাগড়া দিচ্ছে বৃষ্টি। প্রথম দিন খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। টাইগাররার আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতেই নামে বৃষ্টি। এরপর সেদিন আর খেলা হয়নি। একই কারণে গতকাল দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ধারণা করা হয়েছিল আজ তৃতীয় দিনে হয়তো খেলা হবে। কিন্তু শেষ পর্যন্ত তাও হলো না। গত রাতেও কানপুরে বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি নেই গ্রিনপার্ক স্টেডিয়ামে। বৃষ্টি না থাকলেও সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। এদিকে ভেজা আউটফিল্ডের কারণে সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। এরপর সকালের সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়ন। এরপর আরও দুই দফা মাঠ পরিদর্শন করেছে কর্তৃপক্ষ। সবশেষ দুপুর ২ টায় একবার মাঠ পরিদর্শন শেষে জানানো হয়েছে, আজ তৃতীয় দিনেও আর খেলা হচ্ছে না। এদিকে আজ ভারত-বাংলাদেশ দুই দলের ক্রিকেটাররাই হোটেল থেকে মাঠে আসেননি। এদিকে আজ তৃতীয় দিনে কেনো খেলা হলো না তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে বলে জানা গেছে। দুই দলের ক্রিকেটারদের জানানো হয়েছে মাঠ ভেজা থাকায় খেলা হচ্ছে না। এদিকে গ্রিন পার্ক স্টেডিয়ামের প্রেসবক্সে থাকা সাংবাদিকদের জানানো হয়েছে, আলোকস্বল্পতার কারণে খেলা শুরু করা যায়নি। Related posts:চট্টগ্রামকে শেষ চারে তুললেন জ্যাকসপিছিয়ে পড়েও জিতল জার্মানিটাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Post Views: ৭৮ SHARES খেলাধুলা বিষয়: