শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেইস ওয়াশ আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৬ হাজার ৪ শত ৩২ পিস ফেইস ওয়াশ আটক করা হয়েছে। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ১০ ই জানুয়ারি বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার সীমান্ত জনপদের মারেক পাড়া এলাকা থেকে ভারতীয় এসব চোরাই মালামাল আটক করে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর সকালে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক মো. এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মারেকপাড়া এলাকা থেকে ৬ হাজার ৪ শত ৩২ পিস ভারতীয় ব্যান্ডের পন্ডস ফেইস ওয়াশ আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়াদৌড়ি করে পালিয়ে যায় চোরাকারবারি দলের সদস্যরা। ৩৯ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সুবেদার মো জামাল উদ্দিন, মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, আটকৃত মালামালের সিজার মূল্য ১৯ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। Related posts:শেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম ও দশকাহনীয়া পরিবারের সহায়তা পেলেন পত্রিকার হকাররাশেরপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীন কারাদণ্ডশেরপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ৫১ SHARES শেরপুর বিষয়: