নকলায় নবাগত ইউএনওর সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনটির উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, অফিস সম্পাদক মুফতী খাদীমুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি ও পৌর জামাত সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, পেশাজীবি সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরুজ, যুব বিভাগের সভাপতি আতিক আলমসহ উপজেলা এবং ইউনিয়ন এর দায়িত্বশীল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। Related posts:ঝিনাইগাতীতে রাতের আধারে সবজি (শিম) বাগান কেটে দিলো দুস্কৃতিকারীরাসাবেক এমপি শ্যামলীকে এবার সদর আসনের এমপি চায় জেলার নারী সমাজশেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ৮১ SHARES শেরপুর বিষয়: