রাজশাহীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ রাজশাহীতে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মো. মীম (২৫)। ২৬ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে রেখে আসা হয়। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকায় মো. মীমের বাড়ি। বাবার নাম আব্দুল মোমিন। তিনি মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজিব মতিনের ব্যক্তিগত কার্যালয়ে থাকতেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন মীম। শনিবারই তিনি এলাকায় ফেরেন। এরপরই হামলার শিকার হন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নগরের সাগরপাড়া এলাকায় একদল যুবক মীমকে ধাওয়া দেন। পঞ্চবটি এলাকায় এসে মীম তাঁদের হাতে ধরা পড়েন। সেখানে তাঁকে আটকে রেখে মারধর করা হয়। ছুরিকাঘাতও করা হয়। পরে রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা হাসপাতালে নিয়ে গেছে, তা পুলিশ নিশ্চিত নয়। এদিকে সাগরপাড়া এলাকার একটি গলির মুখে লাগানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৮-১০ জন যুবক মীমকে ধাওয়া দিচ্ছেন। তবে এই যুবকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রাজশাহীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, মীম আওয়ামী লীগ করতেন বলে জানা গেছে। তাঁর লাশ রামেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত পুলিশ তা নিশ্চিত নয়। এ ব্যাপারে তদন্ত চলছে। Related posts:জামালপুরে চলন্ত ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধেরময়মনসিংহে আওয়ামী লীগের শান্তি সমাবেশবকশীগঞ্জে বিয়ে বাড়ীতে ইউএনও হানা, বাল্য বিয়ে পণ্ড Post Views: ১১১ SHARES সারা বাংলা বিষয়: