শরীয়তপুরে থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা ভবনের ওসির আবাসিক শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি জানান, ওসি আল আমিনের মরদেহ তার রুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপারসহ অন্যরা গিয়ে তার মরদেহ নিচেই নামান। শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম মনির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে। Related posts:শেরপুরে সড়ক দুর্ঘটনায় লড়ি হেলপার নিহত ॥ আহত ২জামালপুরে বিজিবির হাতে প্রায় ৯ লাখ টাকার মাদক উদ্ধারশেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত Post Views: ৭০ SHARES সারা বাংলা বিষয়: