পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত হয়। এই ১৮টি থেকে পোশাক নির্বাচন করা হবে। এর আগে, ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও জানিয়েছিলেন, ‘পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।’ Related posts:পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপনএমপি আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন, বাংলাদেশে গ্রেপ্তার ৩: স্বরাষ্ট্রমন্ত্রীচ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ কখনোই ব্যর্থ হয় না : নবাগত ডিএমপি কমিশনার Post Views: ৬২ SHARES জাতীয় বিষয়: