জামালপুরে ৪ ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ জামালপুর সদরে লাইসেন্স না থাকায় ৪টি ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করে। এসময় সদর উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিজ, বিলপাড়া মেসার্স রুপালি ব্রিজ, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স কিং ব্রিক্স, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স স্টার ওয়ান ব্রিক্স এসব ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে, ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়। পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি জানান, অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৪টি ভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। Related posts:সরিষাবাড়ীতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যুইসলামপুরে বিকেলে চিকিৎসার জন্য বের হয়ে নিখোঁজ কৃষক, সকালে নালায় মিলল লাশসরিষাবাড়ীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার Post Views: ৬৪ SHARES জামালপুর বিষয়: