জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ জামালপুরে বাসের চাপায় এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। এ ঘটনার পর বাসটি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনতা। ২ মার্চ রোববার সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার শরিফপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৩৫) অটোরিকশাটির যাত্রী ছিলেন। তিনি উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহত তিনজনের নাম জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাসে আগুন দেওয়ার প্রতিবাদে বেলা ১১টার দিকে শহরের ফেরিঘাট এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। Related posts:জামালপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সভা অনুষ্ঠিতসরিষাবাড়ীতে ভোট কারচুপির অভিযোগে রাস্তা-অবরোধ-বিক্ষোভ, পরাজিত প্রার্থী আটকনিরক্ষরমুক্ত জামালপুর প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক Post Views: ৭৫ SHARES জামালপুর বিষয়: