বকশীগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে শিক্ষক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। ২৫ মার্চ মঙ্গলবার সকালে বকশীগঞ্জ-কামালপুর মহাসড়কের হাইওয়ে থানাসংলগ্ন তিনানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া আফরিন (৩৬) উপজেলার মধ্য ঘাসিপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী ও রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলার শিক্ষক। তিনি দুই সন্তানের মা ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফৌজিয়া সকাল সাড়ে ৭টার দিকে অটোরিকশায় করে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে রিকশাটির সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেবলেন, পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুরোধ করায় তা হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়ায় পিকআপ ভ্যানটি আটক করা যায়নি। Related posts:বকশীগঞ্জে ডিজিটাল দিবস পালিতসরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুজামালপুরে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার Post Views: ৪৬ SHARES জামালপুর বিষয়: