মাঠ দখলে এসে স্থানীয়দের ধাওয়ায় পালাল বিএসএফ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখলে এসে বাধার মুখে পড়ে বিএসএফ। পরে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় বিএসএফ।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্বজাফলং ইউনিয়নের নলজুরী আমস্বপ্ন সীমান্তে ১২৭৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, গোয়াইনঘাট উপজেলার নলজুরী আমস্বপ্ন সীমান্তে বাংলাদেশের খেলার মাঠ জরিপ করতে আসে বিএসএফ সদস্যরা। এসময় মাঠের কিছু অংশ তারা নিজেদের দাবি করেন। এ খবরে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বাধার মুখে ও স্থানীয়দের ধাওয়ায় জরিপ না করেই ফিরে যান জরিপ দল। তবে, তাৎক্ষণিক বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নলজুরী আমস্বপ্ন সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ঢুকে খেলার মাঠ দখল করে মাঠের ভেতরে পিলার বসানোর চেষ্টা করে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই দেশের জরিপ দল গেলে স্থানীয় বাংলাদেশি ও বিএসএফ মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নলজুরী গ্রামের স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া জানান, সীমান্তে বাংলাদেশের ভেতরে একটি খেলার মাঠ আছে, ওই মাঠে স্থানীয়রা প্রতিদিন ক্রিকেট খেলেন। বৃহস্পতিবার সকালে বিএসএফ সদস্যরা মাঠের ভেতরে নতুনভাবে বাংলাদেশের সীমান্তে জোর করে পিলার বসানোর চেষ্টা করে। এসময় বিজিবি ও এলাকার স্থানীয়রা বাঁধা দেন। তবে স্থানীয়দের মাঝে এখনও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে দু’দেশের মধ্যে সার্ভে চলছে। ২০১৫ সালে সার্ভেতে নলজুরী সীমান্ত এলাকায় কিছু অংশ তাদের পড়ে যায়। স্থানীয়রা এগুলো মানতে নারাজ। মূলত এই সমস্যা নিয়ে নলজুরী সীমান্তে বিএসএফর সঙ্গে গণ্ডগোল বাধে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।