শেরপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫ শেরপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। ১৩ মে মঙ্গলবার সকালে শেরপুর ডিসি উদ্যানে বেলুন উড়িয়ে ওই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ডিসি উদ্যানের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, শেরপুর কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল উদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান। মেলায় মোট ৩৮টি স্টলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেন। Related posts:শেরপুরে রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটির প্রেসিডেন্ট রাসেল, সেক্রেটারী সিফাতশ্রীবরদীতে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বাঝিনাইগাতীতে একই পরিবারে চার জন প্রতিবন্ধী, কেউ পায়নি জাতীয় পরিচয়পত্র Post Views: ৩৭ SHARES শেরপুর বিষয়: