সীমান্তে বন্য হাতির হামলায় নিহত ২ পরিবারের পাশে এড: এরশাদ আলম জর্জ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত জনপদেখাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বুনো হাতির হামলায় নিহত আজিজুর রহমান আকাশ ও আদিবাসী এপিলিস সাংমার শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জজ। ২৩ শে শুক্রবার বাদ জুম্মা হাতির আক্রমণে নিহত শ্রমজীবী আজিজুর রহমান আকাশের গান্ধীগাও গ্রামের বাড়ী ও আদিবাসী শ্রমজীবী এপিলিস সাংমার গজনী অবকাশ বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ বিজ্ঞ পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদ আলম জর্জ। পরে নিহতদের স্ত্রী ও সন্তানদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারের হাতে নগত অর্থ তুলে দেন। এডভোকেট এরশাদ আলম জজ বলেন, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিবছর বুনো হাতি আক্রমণ করে ফসলের ক্ষয়ক্ষতি ও তাজা প্রাণ কেড়ে নিচ্ছে। নির্ঘুম রাত কাটছে সীমান্ত জনপদের গ্রামবাসীদের দিন দিন মানুষ হাতি দ্বন্দ্ব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। পরিকল্পিতভাবে হাতির অবস্থল গড়ে না ওঠায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসছে হাতির দল। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এ পাহাড়ি অঞ্চলে মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আকাশ ও এপিলিস সাংমার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার পরিবার যেমন হারালো একজন অভিভাবক ও সংসারের আয়ের একমাত্র উপার্জনশীল মানুষটিকে। ঠিক আমরা হারালাম দুজন ভাইকে। আগামীর দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হলো, আগামী দিনেও তাদের পাশে থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবো। তিনি সমাজের দানশীল ব্যক্তিদের কে শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, নিহত পরিবারের সদস্য, আদিবাসী নেতৃবৃন্দ, গ্রামবাসী গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২০মে) দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামে নিজের রোপনকৃত পেপে বাগানের ফসল বুনো হাতির আক্রমন থেকে রক্ষার্থে হাতি তারাতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ হারায় আজিজুর রহমান আকাশ ও এক ঘন্টার ব্যবধানে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গজনী অবকাশ চৌরাস্তা মোড় এলাকায় হাতির হামলায় প্রাণহারায় আদিবাসী এপিলিস সাংমা । Related posts:শেরপুরে ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিতশ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতশ্রীবরদীতে নিখোঁজের পর ডোবা থেকে মিললো অটোচালকের মরদেহ Post Views: ১৪ SHARES শেরপুর বিষয়: