জামালপুরে ৫ লাখ অবৈধ ভারতীয় ব্লেডসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অবৈধভাবে আমদানি করা প্রায় ৫ লাখ ভারতীয় জিলেট ব্লেডসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১৪। ১৬ জুলাই বুধবার সকালে র‍্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিনন্দেরপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ৪ লাখ ৭৪ হাজার ব্লেড জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার টাকা।
আটককৃতরা হলেন খরমা মধ্যপাড়ার সাদ্দাম হোসেন ও গামারিয়ার আবুল খায়ের। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র‍্যাব জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।