ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুল পেলেন অটোরিকশা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে শারীরিক প্রতিবন্ধী রফিকুল (৫৫) কে একটি অটোরিকশা উপহার দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’। ১৬ জুলাই বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অটোরিকশাটি তার হাতে তুলে দেওয়া হয়। রফিকুল ইসলাম উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্যাডেল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও সাম্প্রতিক সময়ে শারীরিক প্রতিবন্ধকতার কারণে তা চালানো কঠিন হয়ে পড়ে। পরিবারের চার সদস্যের ভরণপোষণে চরম সংকটে পড়েন তিনি। রফিকুলের এই মানবেতর জীবনের কথা জানতে পেরে পাশে দাঁড়ায় ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’ সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান ও তার সহকর্মীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর, খান ফাউন্ডেশন, ভয়েস অব ঝিনাইগাতী, গোল্ডেন কো-অপারেটিভ, ডোনেট ২০টাকা, আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি), ঝিনাইগাতী হেল্পলাইন ও বিউটি অব ঝিনাইগাতীসহ আরও কয়েকটি সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান, গোল্ডেন কো-অপারেটিভ-এর প্রতিনিধি মামুন মিয়া, ডোনেট ২০টাকা হাসিব আল তুহিন, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিনিধি জাহিদুল হক মনির, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান, ঝিনাইগাতী হেল্পলাইন-এর প্রতিনিধি মোরাদ হোসেন (চান), আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠনের প্রতিনিধি আশিকুর রহমান, বিউটি অব ঝিনাইগাতীর প্রতিনিধি নিবির আল দিন ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ। অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত রফিকুল বলেন, “এই উপহার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখন পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারবো। যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য দোয়া করি।” আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিতশেরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Post Views: ৫৮ SHARES শেরপুর বিষয়: