এনসিপি’র গাড়িবহরে হামলার প্রতিবাদে জামালপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

জামালপুর প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র গাড়িবহরে হামলার প্রতিবাদে জামালপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের বিজয় চত্বরে সড়ক অবরোধ শুরু করেন তারা। এতে শহরের অভ্যন্তরীণ যান চলাচলে স্থবিরতা নেমে আসে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে সরে গেলেও নেতাকর্মীরা আবারও জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে অবরোধ শুরু করে।
এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধ ও কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।