নকলায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ ও জেসমিন আক্তার প্রমুখ। জাতীয় জীবনে জুলাই শহিদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তারা। পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে জুলাই শহিদগনের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কমনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সহসুপার মাওলানা মো. ফজলুল করিম। এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন, মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে জুলাই মাসকে স্মরণীয় করে রাখতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। এবিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙ্গীনায় ৫টি ফল ও কাঠ জাতীয় গাছের চারা রোপনের পাশাপাশি অন্তত একটি করে কৃষ্ণচূড়া ও বকুল ফুল গাছের চারা রোপনের সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে। এতে জুলাই স্মৃতি ধারণসহ আগামী কয়েক বছরের মধ্যেই গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবে, এমনকি সুভাষ ছড়াবে বলে তিনি আশাব্যক্ত করেন। Related posts:শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফ পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেকআজ নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবসগণমাধ্যমে খবর প্রকাশের পর শেরপুরে হুইল চেয়ারসহ সহায়তা পেলো ৩ প্রতিবন্ধী Post Views: ১৫ SHARES শেরপুর বিষয়: