চাঁদে যাওয়ার জন্য বুকিং দিয়েছি আমরা : মতিয়া চৌধুরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশে স্যাটেলাইট উড়িয়েছেন। চাঁদে যাওয়ার জন্য আমরা স্লট চেয়েছি, বুকিং দিয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা হয়তো চাঁদে যাব না। কিন্তু ওই চাঁদে তোমরাই যাবে। চাঁদমুখের বাচ্চারাই যাবে। সেদিনের আশায় মন দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। মঙ্গলবার (০৭ জানুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মাঝে কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ অনুষ্ঠান এবং গরিবদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী-সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। Related posts:১০ টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশজামালপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দচৌকা সীমান্তে বিজিবি-বিএসএফ চরম উত্তেজনা, এলাকাবাসীর পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ Post Views: ২১৭ SHARES নালিতাবাড়ী বিষয়: