ঝিনাইগাতীতে হাসপাতাল ও বাফার গোডাউন পরিদর্শন করলেন ॥ এমপি চাঁন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এসময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন এবং সেবার মান আরও ভাল করার তাগিদ দেন। পরে তিনি ঝিনাইগাতীতে ১০ হাজার মেট্রিক টন সারের বাফার গোডাউনের চলমান নির্মাণ কাজের পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক ও দলীয় নেতৃবৃন্দ। Related posts:শেরপুরে লুটকৃত সামগ্রী জমা দেওয়ার জন্য সেনা ক্যাম্পের অনুরোধঝিনাইগাতীতে অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিতশেরপুরে হামলা, লুটপাট ও ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ Post Views: ২৭০ SHARES ঝিনাইগাতী বিষয়: