ঝিনাইগাতী মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান আবেদনের বাছাই কার্যক্রম সম্পন্ন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদন পত্রের বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ২৩ আগষ্ট রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
ওইসময় কলেজের গভর্নিং বর্ডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত রায়, প্রচার সম্পাদক মজিবর রহমানসহ কলেজের শিক্ষকগণ ও এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাছাই কার্যক্রমে মেধাবী, দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে অগ্রাধীকার দেওয়া হয়েছে।