করোনাকে ভয় করিনা মানুষের চিকিৎসা সেবাই আমার একমাত্র কাজ ॥ ডাঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কিত না হয়ে সচেতন হোন, করোনাকে ভয় করিনা মানুষের চিকিৎসা সেবাই আমার একমাত্র কাজ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন সরকারী সেবার পাশাপাশি তার নিজ অবস্থান থেকে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। কথা হয় তার কাছে আসা একজন রোগীর সাথে। তিনি বলেন, ডাঃ মোঃ জসিম উদ্দিন, আসলে একজন মানবিক মানুষ। তাকে ফোন করার মাত্র ছুটে চলে আসেন আমাদের মতো রুগীদেরও সেবা প্রদান করার জন্য। তাছাড়া সরকারের প্রদত্ত আইন গুলো মেনে চলার জন্য তিনি সাধারণ মানুষদের উৎসাহিত করছেন। এমনকি অফিস সময় ছাড়াও খবর পাওয়া মাত্রই যারা গরীব অসহায় তাদেরকেও তিনি চিকিৎসা সেবা প্রদান করা সহ পরামর্শ দিচ্ছেন।
এ ব্যাপারে ডাঃ মোঃ জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষের সঠিক পরামর্শ ও সরকারী নিদের্শনা অনুযায়ী মানুষের চিকিৎসা সেবায় নিবেদিত আছি। আমি ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগণও নিজ নিজ দায়িত্বে মানুষের সেবায় নিয়োজিত আছেন। এছাড়াও করোনা আক্রান্ত রোগী হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তিনি সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে পরিস্কার পরিচ্ছন্নতা করণসহ সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন তিনিসহ তার অধীনস্থ ডাক্তার ও অন্যান্য কর্মচারীগণ। তিনি আরও জানান ঝিনাইগাতী হাসপাতালের কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছিল। আল্লাহর রহমতে আমি ভয় না পেয়ে তাদেরকে সাহস যোগিয়ে ও চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছি। ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ঝিনাইগাতী সদর ইউনিয়নকে রেড জোনের আওতায় আনার প্রস্তাব করেছেন। তিনি ঝিনাইগাতীবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি যেন এভাবে সুস্থ থেকে মানুষের সেবা করতে পারেন।