ঝিনাইগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিন (৪২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়াগাঁও এলাকায় ওই ঘটনা ঘটে । নিহত রহুল আমিন উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে। তিনি উপজেলা মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির একজন সদস্য ছিলেন। পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার ধানশাইল গ্রামে নিহতের নিকটতম এক আত্মীয়র জানাজা শেষে সন্ধ্যায় ঝিনাইগাতী বাজারে আসার পথে নয়াগাঁও মসজিদ সংলগ্ন এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে রুহুল আমিন গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । তাকে ময়মনসিংহে নেওয়ার পথে নকলা পৌঁছালে তার মৃত্যু হয়। রুহুল আমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:শ্রীবরদীতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা আহত ৭, আটক ২নালিতাবাড়ীতে নানা আয়োজনে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরুশেরপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ২৪৩ SHARES ঝিনাইগাতী বিষয়: