ছুটিতে ঢাকা ছেড়েছে ১ কোটি মোবাইল গ্রাহক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাস রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছেড়েছেন মোবাইল ফোনের প্রায় এক কোটি গ্রাহক। মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান বলেন, ‘এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ ও টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।’ তিনি বলেন, ‘এত বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকে তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।’ প্রসঙ্গত, গত ২৩ মার্চ এক ঘোষণায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। Related posts:ঢাকায় পৌঁছেছেন কাতারের আমিরকোনো ধর্মের নয়, মানুষ হিসেবে অধিকার নিশ্চিত হোক : ড. ইউনূসসারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন Post Views: ৩২৮ SHARES জাতীয় বিষয়: