ঝিনাইগাতীতে কর্মহীনদের মাঝে সিঙ্গাপুর প্রবাসী ছামিউলের খাদ্যসামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ৫, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সিঙ্গাপুর প্রবাসী ছামিউল ইসলাম হৃদয়ের ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও জিগাতলা গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে ২শতাধিক কর্মহীনদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি মুড়ি, আধা কেজি ছোলা বুট, আধা কেজি মশুর ডাল, আধা লিটার সয়াবিন তৈল ও ১টি সাবান দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, প্রবাসীর পিতা মোহাম্মদ আলী, সালা উদ্দিন, মোফাজ্জল হক, আতাব উদ্দিন মেম্বার ও প্রবাসীর ভাই রবিউল ইসলাম বাবুলসহ অনেকেই। এসময় সামিউল হক হৃদয় দেশের বাহির থেকে এ খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়েছেন। তিনি ফোনে এ প্রতিনিধিকে জানান, দেশের বিত্তবানদের এই দূর্যোগ সময়ে অহায়দের পাশে সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান। Related posts:শ্রীবরদীতে আদিবাসীদের মানববন্ধনশেরপুরে অনলাইনেই পাওয়া যাবে বাসের টিকিটশেরপুরে র্যাবের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১ Post Views: ২১২ SHARES ঝিনাইগাতী বিষয়: