শেরপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক তৎপর জেলা প্রশাসন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ৪ মে সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে জেলা শহরসহ উপজেলা সদরগুলোতে প্রায় ৪৪টি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তাদের সাথে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি সেদিন টহলে যুক্ত হয় র‌্যাব-১৪’র (জামালপুর-শেরপুর) কোম্পানী কমান্ডার তোফায়েল আহমেদের নেতৃত্বে র‌্যাবের একটি দল।

জানা যায়, সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও আশরাফুল আলম রাসেল সঙ্গীয় ফোর্সসহ শহরের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সামাজিক দূরত্ব পালনের নির্দেশ অমান্য করে সংক্রামক রোগ বিস্তারে ঝুঁকি সৃষ্টি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ১০টি মামলায় ৮ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে জানান, করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছে। ওই কাজে সর্বোচ্চ সহযোগিতা করছেন জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ। করোনা ভাইরাস প্রতিরোধে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে জেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে।