শেরপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক তৎপর জেলা প্রশাসন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ৪ মে সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে জেলা শহরসহ উপজেলা সদরগুলোতে প্রায় ৪৪টি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তাদের সাথে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি সেদিন টহলে যুক্ত হয় র্যাব-১৪’র (জামালপুর-শেরপুর) কোম্পানী কমান্ডার তোফায়েল আহমেদের নেতৃত্বে র্যাবের একটি দল। জানা যায়, সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও আশরাফুল আলম রাসেল সঙ্গীয় ফোর্সসহ শহরের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সামাজিক দূরত্ব পালনের নির্দেশ অমান্য করে সংক্রামক রোগ বিস্তারে ঝুঁকি সৃষ্টি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ১০টি মামলায় ৮ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে জানান, করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছে। ওই কাজে সর্বোচ্চ সহযোগিতা করছেন জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ। করোনা ভাইরাস প্রতিরোধে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে জেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কের বেহাল দশাশেরপুরের শ্রীবরদীতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণশেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি Post Views: ২৩৭ SHARES শেরপুর বিষয়: