ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের পিপিই বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম উপজেলা পরিষদের পক্ষ থেকে পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট) ও মাস্ক বিতরণ করেছেন। ১ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে চিকিৎসক, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে এ পিপিই ও মাস্ক বিতরণ করেন। পিপিই বিতরণকালে উপজেলা চেয়ারম্যান নাইম বলেন, এই সংকটময় মূহুর্তে যারা প্রতিনিয়ত মানুুষের কাছে গিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের কথা চিন্তা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০০পিস সার্জিক্যাল পিপিই ও মাস্ক বিতরণ করা হলো। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ। Related posts:শেরপুরের নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগতম জানালো জেলা পুলিশঝিনাইগাতীতে নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশং সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানশেরপুরে সাংস্কৃতিক অঙ্গণের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ Post Views: ২৫২ SHARES ঝিনাইগাতী বিষয়: