ঝিনাইগাতীতে গ্রাম ডাক্তারদের নিয়ে ম্যালেরিয়া নির্মূলে ওরিয়েন্টেশন সভা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

হারুন অর রশিদ দুদু : বেসরকারী সংস্থা র‌্যাসডোর আয়োজনে ৮ জুন সোমবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গ্রাম ডাক্তার (ঔষধ ব্যবসায়ীদের) নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর উপর এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন। এসময় ম্যালেরিয়া নির্মূলে গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন, র‌্যাসডো’র ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী এলাকার স্বাস্থ্যকর্মী বেলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ম্যালেরিয়া থেকে পরিত্রানের বিষয় সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা ও ম্যালেরিয়া থেকে বাঁচতে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি ব্যবহারের বিষয় তুলে ধরা হয়। এ ওরিয়েন্টেশন সভায় ১৫ জন গ্রাম ডাক্তার অংশ নেয়।