ঝিনাইগাতীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল শান্তি খাতুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সামিদুল হকের মেয়ে শান্তি খাতুন, এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। শান্তি খাতুনের বিয়ের প্রস্তুতি চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন সোমবার দুপুর দেড় টায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন মেয়েটির বাড়িতে উপস্থিত হয়ে শান্তি খাতুনের বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করেন। এসময় কনের পরিবারের সদস্যদের বাল্য বিবাহর কুফল সম্পর্কে আলোচনা করে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। বাল্য বিবাহ দেওয়া আইনগত নিষেধ থাকা সত্ত্বেও মেয়ের বাবা বিবাহের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের পিতা সামিদুল হককে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে মেয়ের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে বন্ধ থাকবে। মোবাইল কোর্ট পরিচালনা কালে সার্বিক সহযোগিতায় ছিলেন, ঝিনাইগাতী থানার সাব ইন্সপেক্টর সাইদুল ইসলাম। Related posts:শেরপুরে র্যাবের হাতে ৭২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকশেরপুরে পুলিশের নবনির্মিত ‘সম্মেলন কক্ষ’ উদ্বোধন করলেন ময়মনসিংহের ডিআইজিপ্রধানমন্ত্রীর নির্দেশে ঝিনাইগাতীর আলোচিত নাজিম উদ্দিনের পকা বাড়ীর নির্মাণ কাজ শেষ পর্যায়ে Post Views: ৪০৯ SHARES নারী ও শিশু বিষয়: