দেওয়ানগঞ্জে মক্তবে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ঈমাম গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের আরবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ ডিসেম্বর সোমবার আবু মুছা (২৭) নামে ওই ইমামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু মুছা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে। তিনি দেওয়ানগঞ্জের একটি মসজিদের ইমাম।
দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান জানান, ২৮ নভেম্বর আবু মুছা আরবি শিক্ষার্থীকে (১৫) ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা নিয়ে কালক্ষেপণ করা হয়। এ বিষয়ে শিক্ষার্থীর মা জোলেখা বাদী হয়ে সোমবার থানায় মামলা করেন। পরে আবু মুছাকে গ্রেফতার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মঙ্গলবার আবু মুছাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।