শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ॥ জরিমানা আদায়

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

শ্রীবরদী প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দপূর্বক বিনষ্ট করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালন করেন।
জানা যায়, বর্ষা মৌসুমের শুরুতেই এক শ্রেণি অসাধু ব্যবসায়ী মাছ ধরার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দুপুরে উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। পরে তা বিনষ্ট করা হয়। পরে ঝগড়ারচর মাছ বাজারে মৎস্য বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদেরকে মৎস্য আইন মেনে মাছ বিক্রি করার পরামর্শ দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান বলেন, নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি বন্ধ এবং মাছে ফরমালিন না মেশানোর জন্য মৎস্য ব্যবসায়ীদের সচেতন করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এসময় উপস্থিত ছিলেন, সম্প্রসারণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রমুখ।
অপরদিকে একই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করা হয়।