নালিতাবাড়িতে প্রায় তিন কোটি টাকার সরকারি জমি উদ্ধার

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ইউএনও’র বিরুদ্ধে মামলার হুমকি

নিজস্ব সংবাদদাতা ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাজনগর টেংরাখালি মোড়ে বাংলাদেশ সরকার এর পক্ষে ডেপুটি কমিশনার এর রেকর্ড ভুক্ত জমির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
জানা গেছে, দীর্ঘদিন যাবত ওই এলাকার মৃত আলী হোসেন হাজীর লোকজন সরকারি জমি দখল করে দোকানপাট গড়ে তুলে ভোগ দখল করে আসছে, সরকারের প্রয়োজন ওই জমির উপর সরকার বাদী হয়ে উচ্ছেদ মামলা দায়ের করেন। আদালত সরকারের পক্ষে রায় ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক শেরপুর এর নির্দেশে ২০ জুলাই সোমবার আনুমানিক বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সেই সাথে ওই জায়গায় রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান জানান, জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের নির্দেশে রাজনগর ইউনিয়ন ভূমি অফিস নির্মানের জন্য নির্ধারিত জায়গা অবৈধ দখলকারীদের নিকট থেকে উদ্ধার করি। যার বাজার মূল্য আড়াই থেকে তিন কোটি টাকা। অবৈধ দখলকারীরা এখানে দোকান দিয়ে ব্যবসা করে আসছিলো। অবৈধ দখলকারীদের স্বার্থের ব্যাঘাত হওয়ায় ইউএনওর বিরুদ্ধে মামলার হুমকি দেয়। তিনি আরো জানান তাদের কোন বসতবাড়ী ছিল না। ছোট খাটো দোকানপাট ছিল। যাহার প্রমাণ স্বরূপ ভিডিও ফুটেজ রয়েছে। কয়েকদিন আগেই উচ্ছেদের বিষয়ে অবহিত করা হয় অবৈধ দখলকারীদেরকে। সরকারী সম্পদ উদ্ধার করতে গিয়ে এমন হুমকির বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন শেরপুরের সচেতন নাগরিকগণ। ইউএনও আরো জানান, সৎ কাজ ও সরকারী সম্পদ উদ্ধার করতে গিয়ে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাননা তিনি এবং কোন মামলার ভয়ে সরকারি স্বার্থ উদ্ধারে পিছপা হবেননা ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ইতিপূর্বেও অবৈধ বালু ব্যবসায়ীরা তাকে হুমকি দিয়েছিলেন।