শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের হাইজিন কিট ও হ্যান্ড ওয়াশিং উপকরণ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাইজিন কিট ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার দুপুরে উপজেলার তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওইসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং ও বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিশিম প্রমূখ। এ সময় ৪০০ লোকের মাঝে হাইজিন কিট ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেকের জন্যে ছিল ঢাকনা ও কলসসহ প্লাস্টিকের বালতি ১টি, প্লাষ্টিকের গামলা ১টি, সাবান দানি ১ টি, গোসলের সাবান ৫টি, কাপড় কা^চা গুরা সাবান ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন ২ প্যাকেট ও কাপড়ের তৈরি মাস্ক ১০ পিস। এছাড়াও বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্পের মাধ্যমে ১০০ লোকের মাঝে শাকসবজির বীজসহ বেড়া বিতরণ করা হয়। Related posts:ঝিনাইগাতীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিতশ্রীবরদীতে শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতশেরপুরে শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ Post Views: ৩৫৩ SHARES শেরপুর বিষয়: