জামালপুরে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের ৫ দফা দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে সরকারি কলেজ গুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার সকালে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেইট ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সদস্য লাইলী বেগম, সদস্য আফরোজা বেগম, সদস্য অপু সাংমা প্রমূখ।
বক্তারা প্রত্যেকেই বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে সরকারি জাহেদা সফি মহিলা কলেজ কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিয়েছেন। তারা অনেকেই ২০-২৫ বছর ধরে নামমাত্র মজুরি নিয়ে কাজ করে আসছেন। তাদের নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন। তাদের পাঁচ দফা দাবী পদ গুলোকে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। উল্লেখ্য যে এ কলেজে বিভিন্ন পদে বেসরকারিভাবে নিয়োগ পাওয়া ৪৩ জন কর্মচারী কাজ করে আসছেন।