নালিতাবাড়ীতে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি টিনসেড বসতঘর ও ঘরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার উত্তর কোন্নগর রাবারড্যাম এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত বারোটার দিকে বাড়ির অন্য সবাই ঘুমিয়ে ছিলেন এবং বাড়ির মালিক আলম মিয়া পার্শ্ববর্তী রাবারড্যাম বাজারে আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে টিনসেড বসত ঘরে আগুন ছড়িয়ে পড়লে আগুনের তাপে ঘুমিয়ে থাকা লোকজন টের পেয়ে কোন মতে প্রাণে বাঁচেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ও বাজারে থাকা আলম মিয়া ছুটে আসেন।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ভস্ম হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, অগ্নিকান্ডে আলম মিয়ার প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এসময় আমরা প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি Related posts:শেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আরো ১ জন গ্রেফতারনালিতাবাড়ীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণশেরপুরে আরও ৩ জন করোনায় আক্রান্ত Post Views: ১৯৯ SHARES শেরপুর বিষয়: