ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযোগে যুবকের কারাদণ্ড, জব্দ ট্রলি ও মাহিন্দ্র গাড়ি

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে নুর মোহাম্মদ (২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালুবোঝাই তিনটি ট্রলি ও একটি মাহিন্দ্র গাড়ি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল ২০২৫ শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনক্রমে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরও একাধিক প্রভাবশালী সিন্ডিকেট নিয়মিতভাবে রাতের আঁধারে নদ-নদী, খাল, ঝোড়া এবং গারো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “সচেতন নাগরিক হিসেবে সবাইকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।” এদিকে, প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে চলমান অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।