সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে ডুবে রাকিব হাসান (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ঘোনারপাড়া এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ রাকিব ঘোনারপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। তবে জামালপুর ফায়ারসার্ভিস থেকে চার সদস্যের ডুবুরি দল সন্ধানের চেষ্টা করছে।
নিখোঁজ শিক্ষার্থীর মা রাশেদা বেগম জানান, রাকিব মৃগিরোগে আক্রান্ত ছিল। বুধবার দুপুরে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় এবং নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার দলের প্রধান রকিবুল ইসলাম জানান, চার সদস্যের ডুবুরি দল বিকেল ৫.৩০ মিনিট থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি।