জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে নকলায় আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মহিলা বিয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার সাইমুন শাহানাজ প্রমুখ। ওইসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্লক বাটিক, বিউটিফিকেশন ও দর্জি বিষয়ে প্রশিক্ষণার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত শেরপুরশ্রীবরদীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারশেরপুরে বাজার মনিটরিংকালে মিষ্টির দোকানে জরিমানা Post Views: ১৭০ SHARES শেরপুর বিষয়: