টাঙ্গাই‌লে বাসা থেকে দুই নারীসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে বাসা থেকে দুই নারীসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ৩০ অ‌ক্টোবর শ‌নিবার সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), সুমী আক্তারের সা‌বেক স্বামী সাতু‌টিয়া এলাকার সোহরাব আলীর ছেলে শাহজালাল (২৭)। আহত শা‌ফি (০৫) সুমি আক্তা‌রের ছে‌লে।
দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় শাফি নামে এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌াজনক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনার কথা শু‌নে‌ছি। হত্যা নাকি আত্মহত্যা সে‌টা জানা যায়নি। ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। তদন্ত করে মূল ঘটনা জানা যা‌বে।