জামালপুরে নদী-খাল-বিলে পানি না থাকায় পাট জাগ দিতে বিপাকে চাষিরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২ জামালপুরে নদী-নালা-খাল-বিলে পানি না থাকায় বিপাকে পড়েছেন পাটচাষিরা। এ ছাড়া ভরা মৌসুমেও বৃষ্টি না হওয়ায় পাটের ফলন কিছুটা কমে গেছে বলে দাবি তাঁদের। কৃষকেরা জানিয়েছেন, দাবদাহ আর পানির অভাবে খেতেই অনেক পাট পুড়ে গেছে। বাকি যেটুকু আছে সেটুকু খেত থেকে কেটে শ্রমিক আর পরিবহন খরচ মেটাতেই হিমশিম খেতে হবে কৃষককে। জানা যায়, চলতি মৌসুমে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকায় পাটের চাষ হয়েছে। এ অঞ্চলে মেশতা কেনেফ, শিতু এবং তোষা জাতের পাটের চাষ হয়েছে বেশি। তবে এ বছর পাটের ফলন গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। এ ছাড়া পানির অভাবে জাগ দেওয়া যাচ্ছে না পাট। স্থানীয় কৃষকদের অভিযোগ, শ্রমিকদের বেশি টাকা দিয়ে পাট কাটতে হচ্ছে। এরপর পরিবহনের মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটার দূরে নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। সব মিলিয়ে এ বছর পাট চাষ করে লাভের মুখ দেখতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে ৫ থেকে ৬ হাজার টাকা। ৬০০ টাকা মজুরি দিয়ে পাট কাটার জন্য শ্রমিক নিতে হচ্ছে। পরিবহন বাবদ যাচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা। এতে প্রতি বিঘায় খরচ হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। এদিকে খালে জমে থাকা অল্প পানিতে জাগ দেওয়ায় পাট নীল হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা এসব পাট কিনতে চান না। জামালপুর জেলা পাট ব্যবসায়ী নেতা সম্পাদ দাস বলেন, এ বছর পাটের অবস্থা বেশি ভালো না। পাট বাজারে আসতে আরও ১৫ দিন লাগবে। পানি না থাকায় চাষিরা পাট বাজারে তুলতে পারছেন না। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এলাকার পাটচাষি ইয়াসিন মিয়া বলেন, পানি না থাকায় মাদ্রেহ, গরুগাড়ি ও ভটভটি ভাড়া করে ২ থেকে ৩ কিলোমিটার দূরে নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। গত বছর যে দামে পাট বিক্রি করেছিলাম। এ বছর পাঠ বিক্রি করে খরচ উঠবে কিনা জানি না। এ ব্যাপারে জামালপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাকারিয়া সুলতানা বলেন, এ বছর জামালপুর জেলায় ৩০ হাজার ৭৩৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২৮ হাজার ৯৩৩ হেক্টর জমিতে। তিনি আরও বলেন, গত বছরের বন্যায় জেলায় ১ হাজার ১৬৮ হেক্টর জমির পাটের ক্ষতি হয়েছে। এ বছর বৃষ্টি না হওয়ায় কৃষকেরা পাট জাগ দিতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা এবং মাঠ পরিদর্শকদের মাধ্যমে রিবন রেটিং সিস্টেমে পাটের আঁশ ছাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে কৃষকেরা এ বছর পাটের দাম ভালো পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। Related posts:দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাজামালপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের দাবিতে মানববন্ধননিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Post Views: ২২৮ SHARES জামালপুর বিষয়: