জামালপুরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা বহনকালে আটক ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২ জামালপুরে অভিনব কায়দায় পেটের ভিতর বহনকৃত ১ হাজার ৩শ ৩৭ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ৬ আগস্ট জামালপুর জেলার সদর থানাধীন ছোনটিয়া কাঁচা বাজারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- জামালপুর থানার সদররের জামাল উদ্দিনের ছেলে সবুজ (২২) ও টেকনাফ থানার নাছিরের ছেলে সাদেককে (১৯) আটক করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ছোনটিয়া কাঁচা বাজারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত জামালপুর ও শেরপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। Related posts:জামালপুরের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজার লড়াইমেলান্দহে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যুজামালপুরে সহকারী প্রিজাইটিংকে দুই বছরের কারাদণ্ড Post Views: ১৩৩ SHARES জামালপুর বিষয়: