সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : নানা আয়োজনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ২৬ অক্টোবর সকালে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে থানা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। সরিষাবাড়ী কমিউনিটি পুলিশিং এর সভাপতি আজমত আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান, তদন্ত কর্মকর্তা জোয়াহের হোসেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজনরা অংশ নেন। আলোচনা সভার পর শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। Related posts:রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েনশেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি মুহসীন, সম্পাদক রফিকুল ইসলামকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Post Views: ২১৪ SHARES সারা বাংলা বিষয়: